ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতি ভয়াবহ দশায় পড়ছে: আইএমএফ প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১১
বিশ্ব অর্থনীতি ভয়াবহ দশায় পড়ছে: আইএমএফ প্রধান

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্তিন লাগার্দে শুক্রবার মন্তব্য করেছেন, বিশ্ব অর্থনীতি একটি নতুন ভয়াবহ দশায় প্রবেশ করছে।

ফ্রান্সের মার্সেই শহরে অনুষ্ঠেয় শিল্পোন্নত সাতটি দেশের সমন্বয়ে গঠিত জোট জি-৭ এর সম্মেলনকে সামনে রেখে এদিন তিনি এ মন্তব্য করেন।



তিনি সতর্ক করে বলেন, উন্নত ও উত্থানশীল অর্থনীতির দেশগুলোকে গুরুত্ব সব অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসব দেশের সরকারগুলোর উচিৎ আরও ক্ষতি ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়া হয়।

লাগার্দে বলেন, ‘নীতিনির্ধারকদের প্রস্তুত থাকতে হবে। অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রয়োজনের সময় সাড়া দিতে হবে। এমনকি বিকল্প পথও খুঁজতে হবে। ’

তিনি বলেন, ‘বিশ্ব সামষ্টিকভাবে আস্থার সংকটে ভুগছে। এ মুহূর্তে অর্থনীতি ক্রমেই ধসে দিকে যাচ্ছে, মুদ্রাব্যবস্থা ও ব্যাংক নিয়ে উদ্বেগ বাড়ছে। ’

লন্ডনের চ্যাথাম হাউসে বক্তৃতা দেওয়ার আগে বাজারে সপ্তাহজুড়ে অস্থিরতা চলে। বিশেষ করে ইউরো অঞ্চলের ঋণ ও যুক্তরাষ্ট্রের বাজারে চাকরির ক্ষেত্র সৃষ্টি নিয়ে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে চাকরির ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে চার হাজার ৫০০ কোটি ডলার মূল্যে প্যাকেজ ঘোষণা দেন। ওবামার এ ঘোষণাকে স্বাগত জানান লাগার্দে।

একইু অনুষ্ঠানে ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন সতর্ক করে বলেন, ‘যুক্তরাজ্যের ঝুঁকির স্তর বাড়ছে এবং সরকারের এ বিষয়ে প্রস্তুত দরকার। ’

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।