নয়াদিল্লি: মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের জঙ্গলে গুলিবিদ্ধ হয়েছেন ভারতের নিষিদ্ধ ঘোষিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির সূত্র জানায়, মিয়ানমার সেনাদের হামলায় পরেশ আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।
সঙ্গী পরিবেষ্টিত পরেশ বড়ুয়াকে চিনতে পেরে সেনা সদস্যরা গুলি ছোঁড়ে বলে আরও জানায় সূত্র।
সম্প্রতি উলফা ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে শর্তহীন শান্তি আলোচনা শুরু করেছে।
এরই পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো উলফার একটি প্রতিনিধি দল নয়াদিল্লিতে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
উলফার জন্মের পর গত ৩১ বছরের মধ্যে এ আলোচনাকে বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।
তবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন না পরেশ বড়ুয়া। তিনি আলোচনা শুরুর পূর্ব শর্ত হিসাবে আসামের সার্বভৌমত্বের দাবিদার।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১