ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জানজিবারে ফেরি দুর্ঘটনায় নিহততের সংখ্যা বেড়ে ১৬৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১
জানজিবারে ফেরি দুর্ঘটনায় নিহততের সংখ্যা বেড়ে ১৬৩

জানজিবার সিটি: তানজানিয়া দ্বীপের জানজিবার উপকূলে শনিবার একটি ফেরি ডুবে কমপক্ষে ১৬৩ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। ওই ফেরিতে মোট আরোহী ছিল ৬০০ জন।



আধা স্বায়ত্তশাসিত ওই দ্বীপরাষ্ট্রের জরুরি সহায়তা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মেদ আবদুদ জানান, এখন পর্যন্ত ৩২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এমভি স্পাইস আইল্যান্ডার নামের ওই ফেরিটি জানজিবারের প্রধান দ্বীপ উনজুগা এবং পেমবার মধ্যে যাতায়াত করতো। এটি পর্যটকদের কাছে খুবই দর্শনীয় স্থান।

ফেরিটি স্থানীয় সময় রাত ১টার দিকে উনজুগা ত্যাগ করে এবং ৩টার দিকে ডুবে যায়।

আবদুল্লাহ নামের বেঁচে যাওয়া একজন যাত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ফেরিতে অতিরিক্তি যাত্রী উঠানো হয়েছিল।
 
ফেরিটিতে করে রমজানের ছুটি কাটানো শেষে অনেকেই ফিরছিলো। ফলে অনেক শিশুও ফেরিতে ছিল। কর্তৃপক্ষ একটি উদ্ধার শিবির খুলেছে এবং আফ্রিকার অন্য দেশগুলোর কাছে আবেদন জানিয়েছে বিশেষ সরঞ্জামাদি পাঠানোর জন্য।

 বিবিসির একজন সংবাদদাতা জানজিবার থেকে জানান, তীরে অনেক মৃতদেহ ভেসে আসতে দেখা গেছে এবং কর্তৃপক্ষ এই সংকট উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।       

বেঁচে যাওয়া একজন যাত্রী জানান, ‘এমভি স্পাইস আইল্যান্ডারস’ নামের ওই ফেরিটি অতিরিক্ত যাত্রীতে বোঝাই থাকায় সাগরের প্রচ- স্রোতময় অঞ্চলে ডুবে যায়। এটি তানজানিয়ার মূল ভূ-খ- এবং পেমবা দ্বীপের কাছে অবস্থিত।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।