যখন ২০০৮ সালে প্রথমবারের মতো তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন আর এখনকার পার্থক্য খুঁজতে গিয়ে ওবামা এ কথা বলেন।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি কথা বলেন দুইবারের এই মার্কিন প্রেসিডেন্ট।
এখন যারা স্নাতক পড়ছেন তারা ২০০৮ সালে নির্বাচনের সময় স্কুলে ছিলেন, এমন কথার পরিপ্রেক্ষিতে আসলে বুড়ো হওয়ার প্রসঙ্গটি উঠে আসে। সেসময় বেশ হাস্যরসের সৃষ্টি হয়।
ইতোপূর্বে বারাক ওবামা এক নারীকে বলেছেন, ‘আমি বুড়ো হয়ে গেছি এবং কানে শুনতে পাই না। এমনকি ভালোভাবে দেখতেও পাই না’।
সেসময় মূলত একটি দাবি উত্থাপন করা হলে ওবামা এ কথা বলে ওই নারীকে এড়িয়ে গিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আইএ