ত্রিপোলি: গাদ্দাফি অনুগত সেনারা বিদ্রোহী অন্তবর্তী পরিষদের (টিএনসি) সেনাদের কাছে বনি ওয়ালিদে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে। গাদ্দাফি অনুগত সেনার এখনও যে চারটি শহরে তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন বনি ওয়ালিদ তার মধ্যে একটি।
গাদ্দাফি বিরোধী সেনারা আগেই এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে বলে আশা করলেও তারা এখন শহরটির কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে। বনি ওয়ালিদের বাইরে থেকে বিবিসির সাংবাদিক রিচার্ড গালপিন জানান, সারারাত ধরেই শহরটিতে ব্যাপক গুলি বিনিময় এবং রকেট হামলা হয়েছে।
তিনি আরও জানান, আহত বিদ্রোহী যোদ্ধাদের শহরের বাইরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সংবাদদাতা জানান, সেখানে যে পরিমাণ গাদ্দাফি অনুগত সেনা থাকার কথা ছিল বাস্তবে এর সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
শনিবার সকালে নতুন একটি দলের সেনা সদস্যদের সীমান্ত অতিক্রম করতে দেখা গেছে। বিদ্রোহীদের কমান্ডার শুক্রবার জানান, তাদের কোন পছন না থাকলেও গাদ্দাফি অনুগত সেনাদের কাছ থেকে হামলার পর তাদেরকে যেতে হচ্ছে।
গাদ্দাফি অনুগত সেনাদের দখলে থাকা বনি ওয়ালিদ এবং অন্যান্য শহরের দখল ছেড়ে দেওয়ার বিদ্রোহীদের তরফ থেকে দেওয়া চূড়ান্ত সময়সীমা শনিবারই শেষ হচ্ছে। গাদ্দাফির নিজের শহর সার্তেও ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এর আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত জাতীয় অন্তবর্তী পরিষদ (টিএনসি) জানিয়েছিল, তারা গাদ্দাফি অনুগত সেনাদের দখলে থাকা বনি ওওয়ালিদ, সার্তে, জাফরা এবং সাবাতে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা করছেন।
কিন্ত অন্তবর্তী পরিষদের প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিল এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে, প্রয়োজন হলে তারা আক্রমণ চালাবেন।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘন্টা সেপ্টেম্বর ১০, ২০১১