ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) পাকিস্তান, আফগানিস্তান এবং অন্যত্র যেসব ড্রোন (মনুষ্যবিহীন বিমান) হামলা চালিয়েছে তার কোন নথি প্রকাশের দরকার নেই। যুক্তরাষ্ট্রের একটি আদালত এ রায় দিয়েছেন।
তথ্যের স্বাধীনতা আইনের (ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট) ভিত্তিতে আমেরিকান সিভিল লিবারটিজ ইউনিয়নের করা এক মামলার শুনানিতে বিচারপতি রোজমেরি কলিয়ার এই রায় দেন।
ওই ইউনিয়নের যুক্তি ছিল, ড্রোন গোয়েন্দা কাজে ব্যবহার করা হচ্ছে বিষয়টি মোটেও সেরকম নয়। এইসব বিমান ব্যবহারের সঠিক তথ্য পাওয়া গেলে এত দিনে ‘গোয়েন্দা উৎস ও পদ্ধতি’ নীতির আওতায় তা প্রত্যাহার করতে হতো।
অনলাইন গণমাধ্যম পলিটিকো ডট কম বিচারপতি কলিয়ারের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘টার্গেট করে হামলা চালানো কখনও গোয়েন্দা কর্মসূচি হতে পারে না। সংস্থাটি যে ড্রোন হামলা চালায় সিআইএ প্রধান লিওন প্যানেটাও বিষয়টি জানতেন’ বাদী পক্ষের এই অভিযোগও নাকচ করে দেন কলিয়ার।
খবরে আরও বলা হয়, তবে আদালতের ওই রায়ে ড্রোন হামলার তথ্য প্রকাশের দাবিতে করা মামলা চালিয়ে নিতে আমেরিকান সিভিল লিবারটিজ ইউনিয়নের কোনো সমস্যা হবে না। ইউনিয়ন পররাষ্ট্র, বিচার ও প্রতিরক্ষাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার কাছে ড্রোন বিষয়ে তথ্য পেতে মামলা করেছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১