ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলিমদের ধর্ম দর্শনের মধ্যেই সন্ত্রাসবাদ রয়েছে: ব্লেয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১
মুসলিমদের ধর্ম দর্শনের মধ্যেই সন্ত্রাসবাদ রয়েছে: ব্লেয়ার

লন্ডন: মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সামরিক হস্তক্ষেপ মুসলিমদের চরমপন্থী বানিয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উৎসাহ জুগিয়েছে এই দাবি নাকচ করে দিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

ব্লেয়ার বলেন, ‘ইসলামি সন্ত্রাসবাদের সমাপ্তি তখনই ঘটবে যখন আমরা এই আদর্শকে পরাজিত করতে পারব।


সেই সঙ্গে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে টনি ব্লেয়ার এসব কথা বলেন। এসময় তিনি আরও জানান, ৯/১১ এর পর যুক্তরাজ্যের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়া একটি যাত্রীবাহী জেটবিমানকে গুলি করতে প্রায় নির্দেশ দিয়ে ফেলেছিলেন তিনি।

৯/১১ এর এক দশকপুর্তি উপলক্ষে রেডিও ফোরে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ওই সব লোকেরা (মুসলিম চরমপন্থী) এই কারণে চরমপন্থী হয়নি যে আমরা তাদের কিছু করেছি, বরং তারা ওই রকম দর্শনেই বিশ্বাস করে। ’

তিনি বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে এরকম বিশ্বাস সব সময়ই দেখেছি। আমার ভয় হয় এই ভেবে যে, এইসব লোকেরা আমাদের উদ্দেশ্যকে ভুল বোঝে, আর এভাবে আমরা তাদের সংশয়ের মধ্যে ফেলে দেই। এ কারণেই তারা এক সময় চরমপন্থী হয়ে ওঠে। ’

আর এ বিশ্বাসের জন্য ইসলাম ধর্মের দোষ দিয়ে তিনি বলেন, ‘একটা বিষয় বুঝতে হবে, তারা এমন দর্শনে বিশ্বাস করে কারণ তাদের ধর্ম তা করতে বাধ্য করে। ’

ব্লেয়ার আরও বলেন, ‘একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে মধ্য প্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি না। এ জন্যই আমি বলি, সাম্রাজ্যবাদের মতো কোনো নীতি চাপিয়ে দেওয়া যাবে না। এতে উল্টো যে কাউকে চরমপন্থী করে তুলতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।