নিউইয়র্ক: ‘ফ্লাইট-৪৭৮২ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, বিমানটি ছিনতাই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৫টা ৪৭ মিনিটে গ্রাউন্ড জিরোতে হামলা করল একটি বিমান।
গত শুক্রবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের টুইটার অ্যাকাউন্টে এমন একটি খবর প্রকাশ করা হয়। মুহূর্তের মধ্যে টুইটারে খবরটির ফলোয়ার হয় এক লাখ ২৯ হাজার।
খবরে আরও বলা হয়, ‘এটা কোনো মস্করা নয়, গ্রাউন্ড জিরো এইমাত্র আক্রান্ত হয়েছে। আমরা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ’
এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে শুক্রবার সন্ধ্যায় কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি।
পরে অবশ্য একটি দল স্বীকার করেছে, তারা ওই অ্যাকাউন্ট হ্যাক করে এই কাজটি করেছে। ঘটনার পরপরই তারা ওই খবর প্রত্যাহার করে নিয়েছে।
এদিকে এনবিসি নিউজ শুক্রবারই এক বিবৃতিতে ওই ঘটনার নিন্দা জানিয়েছে। এই কাজকে ‘অপরিনামদর্শী ও দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করে তারা।
ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা ওই টুইটার অ্যাকাউন্ট ঠিকঠাক করার জন্য কাজ করছি। দায়িত্বজ্ঞানহীন কারো দ্বারা এমন কাজ সংঘটিত হওয়ায় আমরা দুঃখিত। ’
এর আগে, একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আল কায়েদার নতুন নেতা ৯/১১ এর এক দশকপুর্তির দিনে গ্রাউন্ড জিরোতে হামলার পরিকল্পনা করছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১