ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

লাইবেরিয়ায় ‘অজ্ঞাত’ রোগে ১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
লাইবেরিয়ায় ‘অজ্ঞাত’ রোগে ১১ জনের প্রাণহানি প্রতীকী

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ‘অজ্ঞাত’ রোগে আক্রান্ত হয়ে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। প্রাথমিক পরীক্ষায় মরণঘাতী ইবোলার নেগেটিভ ফলাফল আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

হু জানিয়েছে, আক্রান্ত অন্য রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে বোঝার চেষ্টা করা হচ্ছে, কোনো খাবার গ্রহণে তারা অসুস্থ হয়ে মারা গেছেন, নাকি কোনো রাসায়নিক বিষক্রিয়ায় বা ব্যাকটেরিয়ায় ওই ১১ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পেটে ব্যাথা অনুভব করায় অন্তত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

মরণঘাতী ইবোলায় আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়। প্রায় দশ মাস আগে দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করে হু। এখন পর্যন্ত ইবোলার প্রতিষেধকের কোনো কিনারা করতে পারেননি চিকিৎসকরা।  

আর বছর না ঘুরতে ফের নতুন করে ‘অজ্ঞাত’ রোগে প্রাণহানির বিষয়টি পশ্চিশ আফ্রিকার দেশগুলোর জন্য অশনি সংকেত বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।