শুক্রবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পের পর শনিবার (২৯ এপ্রিল) সকালে ফিলিপাইনের আগ্নেয়গিরিবিদ্যা ও ভূকম্পনবিদ্যা ইনস্টিটিউট এ সতর্কা জারি করে।
ইনস্টিটিউটের প্রধান রেনাতো সলিডাম বলেন, উপকূলের বাসিন্দাদের সুনামির ঢেউয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।
এই সতর্কতা জারির পর ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেপ-সাংঘি-সুলুত সংলগ্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছে মানুষ।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাতের ওই ভূমিকম্পের পর বেশ কিছু এলাকায় ভবন ও দেয়াল ধসের খবর মিলেছে। তবে প্রাণহানির খবর তৎক্ষণাৎ মেলেনি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭/আপডেট ১৩৩৭ ঘণ্টা
এইচএ/