ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তানজানিয়ার উপকূলে ফেরি ডুবি, নিহত ১৮৭

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১
তানজানিয়ার উপকূলে ফেরি ডুবি, নিহত ১৮৭

দোদোমা: পূর্ব আফিকার দেশ তানজানিয়ার জানজিবার দ্বীপের উপকূলে শনিবার ৮০০ যাত্রীসহ একটি ফেরি ডুবে গেছে। এতে অন্তত ১৮৭ জন নিহত হয়েছে।



তানজানিয়ার সরকারি মুখমাত্র জানান, ৬২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।

ইঞ্জিন অচল হয়ে গেলে ফেরিটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

এমভি স্পাইস আইল্যান্ডার নামের ওই ফেরিটি জানজিবারের প্রধান দ্বীপ উনগুজা থেকে জনপ্রিয় পর্যটন স্থান পেম্বার মধ্যে যাতায়াত করছিল।

ফেরি ডুবির ঘটনাটি রাতে হওয়ার উদ্ধার ব্যাহত হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। রমজানের ছুটির পর এ ফেরিযোগে বাণিজ্যিক রাজধানী দারুস সালামে লোকজন কাজে ফিরছিল।

এ ঘটনার পর দেশটির এরইমধ্যে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সহায়তা চেয়েছে।

জানজিবারে স্থানীয় সরকার একটি উদ্ধার কেন্দ্র স্থাপন করেছে। সব উদ্ধারকর্মীকে কাজে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।