ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে এবার পদচ্যুত আরও ৪ হাজার কর্মকর্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
তুরস্কে এবার পদচ্যুত আরও ৪ হাজার কর্মকর্তা প্রেসিডেন্ট রিস্যেপ তায়্যিপ এরদোগান (ফাইল ছবি)

গত বছর জুলাইয়ে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর হাজারো কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হয় দেশটিতে। সেই জের ধরে এবার এপ্রিলের শেষ সপ্তাহে আরও অন্তত হাজার চারেক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসূত্রের জেরে ওইসব কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারতেন।

বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির বিচার মন্ত্রণালয়ের এক হাজারের বেশি কর্মী রয়েছেন। এই দফায় প্রায় একইসংখ্যক সেনা কর্মচারীও বরখাস্ত হলেন। তালিকায় বিমানবাহিনীর শতাধিক পাইলটও অন্তর্ভুক্ত।

মনে করা হচ্ছে, দেশটির ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত ফেতুল্লাহ গুলেনের সমর্থক বা মতাদর্শ থাকার কারণেও তাদের পদচ্যুত করা হতে পারে।

শুধু বরখাস্তই নয়, গত নয় মাসে তুরস্কে প্রায় ৫০ হাজার মানুষকে আটকও করা হয়েছে।

সম্প্রতি গণভোটে প্রেসিডেন্ট রিস্যেপ তায়্যিপ এরদোগানের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব পাস হয়েছে। এর ফলে আরও বহু বছর তার ক্ষমতা পাকা হলো।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।