ত্রিপোলি: লিবিয়ার জাতীয় অন্তবর্তী পরিষদের(এনটিসি) প্রধান মুস্তাফা আবদুল জলিল প্রথমবারের মতো ত্রিপোলিতে পৌঁছেছেন।
বিমান থেকে জলিল যখন ত্রিপোলিতে পৌঁছান তখন সেখানে উৎফুল্ল জনতার ঢল নামে।
বিমানবন্দরে এক সাংবাদিক সম্মেলনে তিনি জনগণকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ঐক্য বজায় রাখার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন। আইন নিজের হাতে তুুলে নেবেন না। অনেক অধিকার ভূ-লুন্ঠিত হয়েছে। অনেক দুর্ঘটনার দায় শোধ করা হয় নি। কিন্তু এখন তার সময় নয়। এখন সময় একত্রিত হওয়ার।
এনটিসিরি মুখপাত্র জালাল আল-গালাল রাজধানী ত্রিপোলিতে আবদুল জলিলের এই আগমনকে বর্ণনা করেছেন ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে। তিনি বলেন, ‘আমরা অন্তবর্তী পরিষদের সবাই তার সঙ্গে সাক্ষাৎ করে নতুন লিবিয়া গড়ার জন্য কাজ শুরু করবো। ’
জলিল একটি বিমানে করে বেনগাজি থেকে ত্রিপোলি পৌঁছান। শত শত সমর্থক পতাকা নেড়ে আবদুল জলিলকে শুভেচ্ছা জানান। এর আগ পর্যন্ত তিনি পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতেই ছিলেন।
গাদ্দাফি বিরোধী সেনারা ২১ আগস্ট ত্রিপোলিতে প্রবেশ করে। তারপরও বেনগাজি থেকে আবদুল জলিল অন্তবর্র্র্তী পরিষদের নেতৃত্ব দিয়ে আসায় জনমনে একটি প্রশ্ন দেখা দিয়েছিল যে,এনটিসিরি কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষমতা আছে কিনা।
আবদুল জলিলের সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র জানায়, জলিল যে এতদিন বেনগাজিতে ছিলেন তার অন্যতম একটি কারণ ছিল নিরাপত্তা ইস্যু। রাজধানীতে এই উপস্থিতির মধ্য দিয়ে জলিল তার কর্তৃপক্ষের কাছে বার্তা পৌঁছে দিতে চেয়েছেন।
এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অন্তবর্তী পরিষদকে লিবিয়ার বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় বনি ওয়ালিদে গাদ্দাফি অনুগত সেনারা অন্তবর্তী পরিষদের সেনাদের কাছ থেকে ব্যাপক প্রতিরোধের মুখোমুখি পড়েছে। গাদ্দাফি অনুগত বাহিনীর দখলে এখনও যে চারটি শহর আছে বনি ওয়ালিদ তার একটি।
বাংলাদেশ সময়:১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১