ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান

ইসলামাবাদ: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, দেশটিতে আফগান নাগরিকদের প্রবেশ বেড়ে যাওয়ায় এবং সীমান্ত সন্ত্রাস মোকাবিলায়  আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার আফগান উদ্বাস্তুদের এবং অন্যান্য দেশের নাগরিকদের তারা যে এলাকায় বসবাস করছেন, চলাফেরার উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করেছে।



দ্য ডেইলি টাইমস মালিকের উদ্ধৃতি দিয়ে জানায়, আফগানিস্তান আমাদের প্রতিবেশি দেশ তার মানে এই নয় যে, তার নাগরিকদেরকে সন্ত্রাসবাদী কার্যক্রমে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে।

তিনি সাংবাদিকদের বলেন, তাদের চলাফেরার উপর বালুৃচিস্তান এবং খাইবার পাখতুন খাওয়া প্রদেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরও বলেন, পাকিস্তান তার নাগরিকদের আফগানিস্তানে যাওয়ার  ভ্রমণ ভিসার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভ্রমণ ভিসার মাধ্যমে কোন আফগান নাগরিক পাকিস্তানে আসতে পারবে না।

মালিক আরও বলেন, তালেবান নেতারা দুর্গম এলাকা দিয়ে কোয়েটায় এসেছেন। সাম্প্রতিক সময়ে কোয়েটায় ফ্রন্টিয়ার কোরের উপ মহাপরিদর্শক ফারুখ শেহজাদের বাসভবনে দু’টি আত্মঘাতী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন তারা আমাদের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এবং তাদের পরিবারের উপর হামলা চালাচ্ছে। ’

 মন্ত্রী অভিযোগ করেন , এই আফগান উদ্বাস্তুদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে।   এখন তারা খোদ পাকিস্তানের বিরুদ্ধেই কাজ করছে। মালিক বলেন, ‘আমরা অবৈধ অভিবাসীদের তাদের উদ্বাস্তু কার্ড রাখার এক মাসের সময় সীমা বেঁধে দিয়েছি। অন্যথায় তাদেরকে আটক  করা হবে এবং আফগানিস্তানে ফেরত পাঠানো হবে। ’

  তিনি গণমাধ্যমকে জানান, ‘ন্যাশাল ডাটাবেইজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথোরিটি এ পর্যন্ত নয় হাজার আইডি কার্ড বাতিল করেছে এবং অন্য আইডি কার্ডের নিরাপত্তার বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা ২৫ সেপ্টেম্বরের মধ্যে দুর্গম এলাকার কিছু নিরাপত্তা চৌঁকি আবার চালু করবো। সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে কোয়েটা শহরের সব যাওয়া আসার পথ বন্ধ করে দেওয়া হবে। ’  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘন্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।