ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বন্ধুকযুদ্ধ আহত ১৬, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১
কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বন্ধুকযুদ্ধ আহত ১৬, নিহত ১

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার বিকেলে মার্কিন দূতাবাসের কাছে চর রাহি আবদুল হক এলাকায় তীব্র বন্ধুকযুদ্ধ ছড়িয়ে পড়েছে। একজন সরকারি কর্মকর্তা এ কথা জানিয়ে বলেন, চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।



এছাড়া কাবুলের পশ্চিমে এক আত্মঘাতী হামলায় একজন পুলিশ নিহত এবং দুজন আহত হয়েছে।

আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং ১৬জন আহত হয়েছে।

তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে এতে ঠিক কতজন হতাহত হয়েছে তা পরিষ্কার নয়। এর আগে কাবুলে ব্রিটিশ কাউন্সিলে এক হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছিল।     
 
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা চীনা বার্তাসংস্থা সিনহুয়াকে জানান, চর রাহি আবদুল হক এলাকাটি মার্কিন দূতাবাস এবং ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) প্রধান কার্যালয়ের কাছে, এই বন্ধুক যুদ্ধ ছড়িয়ে পড়েছে।  

পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। আক্রমণকারীরা একটি উঁচু ভবন দখল করে রেখেছে এবং এটা পরিষ্কার যে, তাদের লক্ষ্য মার্কিন দূতাবাস।

নিরাপত্তা বাহিনী আক্রমণকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোলগুলি অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।