সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রায় একমাস পর প্রথমবার এ ফোনালাপ করেন ‘বন্ধু’ ট্রাম্প ও পুতিন।
গত রাতের এ ফোনালাপকে বিবৃতিতে ফলপ্রসূ বলে জানিয়েছে হোয়াইট হাউস ও ক্রেমলিন।
এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ও পুতিন এ সিদ্ধান্তে পৌঁছেছেন, গৃহযুদ্ধের কারণে সিরিয়ার নাগরিকদের দুর্দশা অতিমাত্রায় বেড়েছে। দেশটির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়া বিশ্বব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা করেন ট্রাম্প-পুতিন।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
জেডএস