ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রত্যাহারের ঘোষিত সময়সীমার মধ্যে মার্কিন সেনাদের ওপর হামলা নয়: সদর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১
প্রত্যাহারের ঘোষিত সময়সীমার মধ্যে মার্কিন সেনাদের ওপর হামলা নয়: সদর

নাজাফ: ঘোষিত সময়সীমার মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের আগে পর্যন্ত মার্কিন সেনাদের ওপর হামলা না চালাতে অনুসারীদের প্রতি নির্দেশ দিয়েছেন  ইরাকের প্রভাবশালী শিয়া মৌলবাদী নেতা মুকতাদা আল সদর।

সদর বলেন, এ বছরের শেষ দিকে মার্কিন সেনারা ইরাক ছেড়ে চলে না যাওয়া পর্যন্ত তাদের ওপর কোন হামলা নয়।



উল্লেখ্য, চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

রোববার একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে সদর বলেন, ‘দখলদার বাহিনী ইরাকি ভূ-খ- থেকে চলে গেলেই ইরাক তার স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারবে। দখলদার বাহিনী পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত তাদের ওপর সব ধরনের সশস্ত্র হামলা বন্ধ রাখা হবে। ’

তিনি বলেন, ‘ঘোষিত সময়সীমার মধ্যে একজন আমেরিকান সেনাও আমাদের ভূ-খ-ে থাকা পর্যন্ত তাদের ওপর সশস্ত্র অভিযান বন্ধ রাখা হবে। কিন্তু যদি ঘোষণার অন্যথা হয় এবং ইরাক একটি পুতুল রাষ্ট্র হয়েই থাকে তাহলে আরও বড় পরিসরে হামলা জোরদার করা হবে। ’

গত জুলাইয়ে ইরাকে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জেফরি বুকানন জানান, ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলার পেছনে তিনটি শিয়া গ্রুপের হাত রয়েছে। তিনি এই তিনটি গ্রুপের নাম উল্লেখ করেন।

তার উল্লেখিত এগুলো হলো- মুকতাদা আল সদরের নেতৃত্বে প্রমিজড ডে ব্রিগেড। এটি গঠিত হয় ২০০৮ সালের নভেম্বরে। কাতায়েব হেজবুল্লাহ এবং আসায়েব আহল আল হক। এছাড়া দুটি বিভক্ত গ্রুপ-যা সদরের সাবেক মাহদি আর্মি মিলিশিয়া গ্রুপ ভেঙে স্বতন্ত্রভাবে গঠিত হয়েছে।

এই মাহদি আর্মি নামের আধা সামরিক বাহিনীর সেনারা ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইরাকে মার্কিন দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।