দোহা: কাতারে গত ১০ বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এক হাজার ৮৯৪ জন মানুষ। শুধুমাত্র ২০০৬ সালেই মারা যায় ২৭০ জন মানুষ।
২০০১ সাল থেকে ২০১০ এর মধ্যেই মারা গেছে এক হাজার ৯০০ জন মানুষ।
পরিসংখ্যান মতে, গত ২০০৮ সালে সড়ক দুর্ঘটনায় মারা যায় ২৩০ জন মানুষ। কিন্তু ২০০৯ সালে মারা গেছে ২২৩ জন এবং ২০১০ সালে মারা গেছে ২২৮ জন মানুষ। যা ২০০৮ সালের মৃত্যুহারের তুলনায় কম।
এছাড়াও সড়ক দুর্ঘটনায় ২০০৮ সালে আহতের সংখ্যা ৫৭০ জন।
শুধুমাত্র ২০১০ সালেই দেশটিতে চার লাখ ৩২ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর এই বিশাল সংখ্যাক দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয় যানবাহনের অতিরিক্ত গতি, পিচ্ছিল রাস্তা এবং বেপড়োয়াভাবে গাড়ি চালানোকে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১,২০১১