ত্রিপোলি: লিবিয়ার জাতীয় অন্তবর্তী পরিষদের (এনটিসি) উপ-প্রধান সাংবাদিকদের বলেছেন, তারা ১০ দিনের মধ্যে আর একটি নতুন সরকার গঠন করতে যাচ্ছেন।
এদিকে এনটিসির প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রাইল রোববার জানান, একটি নতুন সরকার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে গঠন করা হবে।
জিব্রাইল আরও জানান, বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা থাকবেন এই নতুন সরকারে। তিনি বলেন, আর একটি নতুন সরকার গঠন করা হবে বলেই লিবিয়া স্বাধীন হয়েছে। কোন রক্তপাত ছাড়াই ত্রিপোলি গত মাসে স্বাধীন হয়েছে।
বনি ওয়ালিদের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদ্রোহী সেনারা এখনও লিবিয়াকে পুরোপুরি স্বাধীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা রক্তপাতের আশঙ্কা করলেও আমাদের সেনাদের দক্ষতার কারণে রাজধানীতে তা এড়ানো গেছে। ’
উল্লেখ্য, লিবিয়াতে এখনও যে চারটি শহরের দখল গাদ্দাফি অনুগত সেনাদের হাতে আছে। তার মধ্যে মধ্যে বনি ওয়ালিদ একটি। বনি ওয়ালিদে বিদ্রোহী বাহিনী গাদ্দাফি বাহিনীর তরফ থেকে ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১