ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় দশদিনের মধ্যে নতুন সরকার: এনটিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
লিবিয়ায় দশদিনের মধ্যে নতুন সরকার: এনটিসি

ত্রিপোলি: লিবিয়ার জাতীয় অন্তবর্তী পরিষদের (এনটিসি)  উপ-প্রধান সাংবাদিকদের বলেছেন, তারা  ১০ দিনের মধ্যে আর একটি নতুন সরকার গঠন করতে যাচ্ছেন।

এদিকে এনটিসির প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রাইল রোববার জানান, একটি নতুন সরকার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে গঠন করা হবে।

এই অন্তবর্তী পরিষদই প্রবল প্রতাপশালী সাবেক ‘পলাতক’ ‘স্বৈরশাসক’ মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করেছে।

জিব্রাইল আরও জানান,  বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিরা থাকবেন এই নতুন সরকারে। তিনি বলেন, আর একটি নতুন সরকার গঠন করা হবে বলেই লিবিয়া স্বাধীন হয়েছে। কোন রক্তপাত ছাড়াই ত্রিপোলি গত মাসে স্বাধীন হয়েছে।

বনি ওয়ালিদের কথা উল্লেখ করে তিনি বলেন,  বিদ্রোহী সেনারা এখনও লিবিয়াকে পুরোপুরি স্বাধীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা রক্তপাতের আশঙ্কা করলেও আমাদের সেনাদের দক্ষতার কারণে রাজধানীতে তা এড়ানো গেছে। ’
 
উল্লেখ্য, লিবিয়াতে এখনও যে চারটি শহরের দখল গাদ্দাফি অনুগত সেনাদের হাতে আছে। তার  মধ্যে মধ্যে বনি ওয়ালিদ একটি। বনি ওয়ালিদে বিদ্রোহী বাহিনী গাদ্দাফি বাহিনীর তরফ থেকে ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।