ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাতে ছুরি নিয়ে স্কুলে যায় ব্রিটেনের শিশুরা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
হাতে ছুরি নিয়ে স্কুলে যায় ব্রিটেনের শিশুরা!

লন্ডন: ব্রিটেনজুড়ে কিছু স্কুলের শিশুরা বাড়ি থেকে স্কুলে যেতে কিংবা স্কুলের আঙিনা থেকে বাড়িতে প্রবেশের সময় তাদের সঙ্গে করে ছুরি নিয়ে যায়। কারণ হিসেবে স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে অনিরাপদ বোধই তাদের এই কাজে প্রেরণা জুগিয়েছে বলে স্কুলগামী অনেক শিশুই জানায়।



নিরাপত্তাহীনতার কারণে অনেক শিশু স্কুলে যাওয়া একদম বাদই দিয়ে দিয়েছে। ‘ওয়ার্ক অ্যান্ড পেনশনস সেক্রেটারি ইয়ান ডানকান স্মিথে’র ‘সেন্টার ফর সোশাল জাস্টিস’ নামের একটি উন্নয়ন গবেষণামূলক প্রতিষ্ঠান ‘কোন অজুহাত নয়’ শিরোনামে নতুন একটি শিক্ষামূলক পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডেইলি এক্সপেসের খবরে বলা হয়, একটি প্রাইমারি স্কুলে (গ্যাং কালচার) অপরাধীদের সংস্কৃতি এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, নয় থেকে ১১ বছর বয়সী শিশুরা স্থানীয় গ্যাংয়ের পোশাক পড়ে স্কুলে চলে আসে।

অন্য একটি স্কুলের প্রধান স্বীকার করেছেন যে, সাত থেকে ১১ বছর বয়সী শিশুরা অন্য বড় শিশুদের দ্বারা তিরস্কৃত হয়ে স্কুলে ছুরি নিয়ে আসে।

প্রতিবেদনে বলা হয়, সুনাম নষ্ট হওয়ার ভয়ে স্কুলগুলোও তাদের শিশুদের এই অপরাধ প্রবণতা ঢাকতে সচেষ্ট। অনেক স্কুলের প্রধানরা যেসব শিশুরা একদমই স্কুলে আসেনা সরকারের তরফ থেকে তাদের বরাদ্দকৃত অর্থ নিয়ে আইন লঙ্ঘন করে চলেছেন।     

ওই গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক গাভিন পুলি জানান, এটা খুবই অনৈতিক যে, যেসব শিশুরা স্কুলে আসে না তাদের জন্য অর্থও নেওয়া হচ্ছে। অনেক স্কুলই শিশুদের যথাযথ শিক্ষা এবং সহায়তা দিতে ব্যর্থ হয়েছে।             

এই প্রতিবেদনে অনেক কিছু চিহ্নিত করা হয়েছে যা এই ধ্বংসাত্মক কার্যকলাপের পেছনে দায়ী। এর মধ্যে রয়েছে পরিবার ভেঙে যাওয়া এবং পারিবারিক নির্যাতন। যেসব শিশুরা বাবা মায়ের সঙ্গ নিয়ে বেড়ে ওঠেনা তাদের ৭৫ ভাগই স্কুল পরীক্ষায় ফেল করে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।