ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ান জ্যোতিবিজ্ঞানীর নতুন ধূমকেতু আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
রাশিয়ান জ্যোতিবিজ্ঞানীর  নতুন ধূমকেতু আবিষ্কার

মস্কো: রাশিয়ার একজন অপেশাদার জ্যোতিবিজ্ঞানী আরটাওম নোভিচোনোক একটি নতুন ধূমকেতু আবিষ্কার করেছেন। ওয়বেসাইট অ্যাস্ট্রোনেট এ তথ্য জানিয়েছে।



ওয়েব সাইটের এক বিবৃতিতে বলা হয়েছে, কার দার মান মন্দির কেন্দ্র থেকেই নোভিচোনোক এই ধূমকেতু আবিষ্কার করেন। নভোকিনকের নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে পি/২০১১ আর৩।    

 সেপ্টেম্বরে মহাকাশে তোলা ছয়টি ইমেজের এর ভিত্তি করে নোভিচোনোক এই ধূমকেতুটি আবিষ্কার করেন।  

তিনি পেট্ট্রোজাভোদস্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১৯৮৯ সালের পর রাশিয়ার জ্যোতিবিজ্ঞানীরা এই প্রথম নতুন কোন ধূমকেতু আবিষ্কার করলেন।

আন্তর্জাতিক জ্যোতিবজ্ঞান সংঘ নোভিচোনোকের এই আবিষ্কারের সত্যতা নিশ্চিত করেছে।


বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।