উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র গত মাসে দক্ষিণ কোরিয়ায় ‘থার্ড’ মোতায়েন করে।
এদিকে, ‘থার্ড’ মোতায়েনের সমালোচনা করেছে চীন এবং রাশিয়া।
২০১৬ সালের গ্রীষ্মে এই ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন ও সিউল।
সেন্ট্রাল কোরিয়ান টিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, থার্ড মোতায়েনের ফলে কোরীয় উপদ্বীপ শক্তিশালী দেশগুলোর পরমাণু যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।
উত্তর কোরিয়া স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি প্রকাশ করে তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা জানান দিয়েছে। যা তাদের যুদ্ধের প্রস্তুতিরও ঘোষণা। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার একটি গলফ খেলার মাঠে ’থার্ড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এবং তার অবস্থান অতি সূক্ষভাবে শনাক্ত করেছে পিয়ংইয়ং।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
এএম/জেডএম