ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্থানে পুলিশ প্রধানসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

কাবুল: আফগানিস্তানের দক্ষিণঞ্চলে পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় জেলা পুলিশ প্রধানসহ ৫ জন নিহত হয়েছে। ন্যাটো ও আফগান কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানায়।



ন্যাটো বুধবার জানায়, কান্দাহার যাওয়ার পথে দামান জেলার পুলিশ প্রধানের গাড়িতে ওই হামলা হয়। এতে পুলিশ প্রধান, তিন পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক নিহত হন।

মার্কিন বিমান বাহিনীর কর্নেল জেমস ডাওকিন জানান, এধরনের হামলায় আফগানিস্তানের শান্তি ও স্থিতিশিলতা নষ্ট করছে। এধরনের হামলার কারণে আফগান জনগণ কষ্ট ও যন্ত্রণায় পড়েছেন।

এর আগে বুধবার, পৃথক এক হামলায় আফগানিস্তানে ন্যাটো বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী জানিয়েছে। তবে এ বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।