বৃহস্পতিবার (১৮ মে) অস্ট্রিয়ার সংসদে এ সংক্রান্ত একটি বিল পাস করা হয়।
খবরে বলা হয়েছে, সংসদে পাস করা এই নিয়ম কেউ ভাঙলে ১৫০ ইউরো জরিমানা গুণতে হবে।
বিষয়টিতে উদ্বেগের প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটিতে অবস্থানরত মুসলিমরা। সালজবুর্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ফরিদ হাফেজকে উদ্ধৃত করে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম এভাবেই খবরটি জানিয়েছে। ওই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, এমন কিছু একটা হবে তার ইঙ্গিত সরকার গত জানুয়ারিতেই দিয়েছিলো। এবার তা চূড়ান্ত হল।
বাংলাদেশ সময় ১৫০৩ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএমকে