ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ১৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ফিলিপাইনে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ১৯

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় নগরীতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের মধ্যে সবাই বেসামরিক নাগরিক। 

রোববার (২৮ মে) দেশটির সেনাবাহিনী থেকে এ কথা জানানো হয়েছে। এ নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে অন্তত ৮৫ জন প্রাণ হারালেন।

চলমান সহিংসতার জেরে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে সামরিক আইন জারি করেন। জঙ্গিদের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গিরা মারাউইতে ১৯ বেসামরিক মানুষকে হত্যা করেছে। ২ লাখ জনসংখ্যা অধ্যুষিত এলাকাটির অধিকাংশ বাসিন্দা মুসলিম।

নিহতদের মধ্যে তিন নারী ও একটি শিশুও রয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের মরদেহ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।