ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে বোমা হামলায় নিহত বেড়ে ৯০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জুন ১, ২০১৭
কাবুলে বোমা হামলায় নিহত বেড়ে ৯০

আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক পাড়ার কাছে ভয়াবহ গাড়ি বোমা হামলায় শেষ খবর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৪০০ জন। 

বুধবার (৩১ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) কাবুলের কূটনৈতিক এলাকায় কর্মব্যস্ততার শুরুতেই এ বোমা হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় কর্মকর্তাদের ধারণা, পানিবাহী একটি ট্যাংকারে বিস্ফোরক পেতে রেখে এ হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ঘটনাস্থলে গাড়ি-বাড়িসহ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণস্থলের পাশেই জার্মান দূতাবাস, ভারতীয় দূতাবাস, জাপানিজ দূতাবাস, মার্কিন দূতাবাস, ফরাসি দূতাবাস ছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে।

কাবুলে কূটনৈতিক পাড়ায় বোমা হামলায় নিহত ৮০, আহত ৩০০

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।