শনিবার (০৩ জুন) সকালে নিয়মিত টহল দিয়ে ফেরার সময় সেনাবাহিনীর বহর লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা।
সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, আহত জওয়ানদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর ওই এলাকায় পৌঁছায় সেনাবাহিনীর বিশেষ একটি দল; তারা পুরো এলাকা ঘিরে ফেলে। এখনও পর্যন্ত হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তানের জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জঙ্গিরা গ্রেনেড হামলা চালানোর পর এলোপাথাড়ি গুলিও করে। এদিকে শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের কৃষ্ণঘাঁটি সেক্টরে থেকে থেকে সেনা-বিচ্ছিন্নতাবাদী গোলাগুলি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এসআইজে/আইএ