ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৮ জুনই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জুন ৪, ২০১৭
৮ জুনই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন লন্ডনের মেয়র সাদিক খান

লন্ডন হামলা যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না মন্তব্য করে মেয়র সাদিক খান বলেছেন, নির্ধারিত ৮ জুনই (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। 

হামলার পর দেওয়া এক বক্তব্যে নির্বাচনের বিষয়ে এ কথা জানান মেয়র।  

সন্ত্রাসী হামলার হুমকি বেড়ে যাওয়ায় এ বিষয়ে লন্ডনবাসীকে সর্তক থাকার আহ্বান জানান সাদিক খান।

‘এরপরও আমি আশ্বস্ত করতে চাই, বিশ্বের নিরাপদ শহরের একটিতে আমরা বসবাস করি’, যোগ করেন মেয়র।

তিনি বলেন, সন্ত্রাসীরা ব্রিটেনের গণতন্ত্র ও আগামী ৮ জুনের নির্বাচন ব্যহত করতে চায়। তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া হামলায় ‍আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান মেয়র।

এদিকে শনিবার (০৩ জুন) রাতের হামলার ঘটনায় রোববারের (০৪ জুন) নির্বাচনী ক্যাম্পেইন বাতিল করেছে কনজারভেটিভ পার্টি। প্রতিদ্বন্দ্বী লেবার পার্টিও তাদের ক্যাম্পেইন বাতিল করতে পারে।

এর আগে গত ১৮ এপ্রিল আকস্মিকভাবে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যুক্তরাজ্যের আগাম নির্বাচনের জন্য ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরপর হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী থেরেসা মের এ সিদ্ধান্তকে সমর্থন জানান অধিকাংশ এমপি।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।