ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে চার বিচ্ছিন্নতাবাদী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, জুন ৫, ২০১৭
কাশ্মীরে চার বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারতের জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলার সুম্বালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চার বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

সোমবার (০৫ জুন) ভোররাতে পরিচালিত এই অভিযানে চারজন নিহত হওয়ার খবর জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যমগুলো। বিচ্ছিন্নতাবাদীরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ ক্যাম্পে হামলার পরিকল্পনা করছিল বলেও জানানো হয়েছে।

তাদের কাছে আত্মঘাতী হামলার বিভিন্ন সরঞ্জাম ছিল এবং তারা যেখানে অবস্থান করছিল তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি।  

পুরো এলাকায় সকাল থেকে চলছে তল্লাশি।

গত শনিবার (০৩ জুন) প্রদেশের কুলগাম জেলার কাজিগন্দে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন। আহত হন অন্তত চারজন।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।