ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো সৌদিসহ চার দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জুন ৫, ২০১৭
কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো সৌদিসহ চার দেশ কাতার

কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিশর ও বাহরাইন।

সন্ত্রাসবাদ ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ মুসলিম অন্য তিন দেশ, এমনটাই জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষ থেকে।  কূটনৈতিক সম্পর্ক ছাড়াও ভূমি, সমুদ্রসীমা ও আকাশ সীমার সব যোগাযোগ ছিন্ন করেছে সৌদি।

পাশাপাশি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে ইয়েমেনে নিযুক্ত কাতারের সব সেনাকে সরিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।  

সোমবার (০৫ জুন) সকালে সরকার পরিচালিত সৌদি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যাতে বলা হয়, প্রতিবেশী হলেও জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্তটি নিতে হয়েছে।

তাদের এই ঘোষণার কিছু সময় আগে একই কারণে সম্পর্ক ছিন্ন করার কথা জানায় বাহরাইন। সেইসঙ্গে দেশটিতে নিযুক্ত কাতারের কূটনৈতিক কর্মকর্তাদের ৪৮ ঘণ্টার মধ্যে বাহরাইন ছাড়ার নির্দেশও এসেছে। ১৪ দিনের মধ্যে দেশ ছাড়তে হবে বাহরাইনে অবস্থানরত কাতারের নাগরিকদের।

তবে এখন পর্যন্ত কাতারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
আইএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।