অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সোমবার (০৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ২৮ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশবিজ্ঞান গবেষণাকারী সংস্থা ইসরো।
পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার দূরে স্যাটেলাইটটিকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে এ রকেট।
রকেটটির ওজন ২০০ পূর্ণ বয়স্ক এশিয়ান হাতি বা ৫টি জাম্বো জেটের ওজনের সমান। এর ক্রায়োজেনিক ইঞ্জিন তরল অক্সিজেন ও তরল হাইড্রোজেন দিয়ে চালিত।
এদিকে ‘জিএসএলভি এমকে ৩’ রকেটের সফল উৎক্ষেপণের পর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সক্ষমতায় আরেকধাপ এগিয়ে গেলো ভারত। জাতি আজ গর্বিত।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
জেডএস