ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেলবোর্নে পুলিশের ‍তৎপরতায় ‘জিম্মি সংকটের’ অবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, জুন ৬, ২০১৭
মেলবোর্নে পুলিশের ‍তৎপরতায় ‘জিম্মি সংকটের’ অবসান ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

ঢাকা: অস্ট্রেলিয়ার মেলবোর্নে পুলিশের তড়িৎ তৎপরতায় ‘জিম্মি সংকটের’ অবসান হয়েছে। একইসঙ্গে জিম্মি নারীকে অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মেলবোর্নে একটি ভবনে বিস্ফোরণের খবর পেয়ে ভারী অস্ত্রসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখানে পুলিশ এক ব্যক্তির মরদেহ দেখতে পান।

 

এরপর পুলিশ জানতে পারে একই ভবনের ভেতরে ইয়াকুব খায়ের (২৯) নামে এক ব্যক্তি এক নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছেন।  

এ সময় খায়ের একটি সম্প্রচারমাধ্যমে ফোন করে নিজেকে আইএস’র পক্ষে কাজ করার দাবি করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে গুলি বিনিময়ের ঘটনায় খায়ের মারা যান।  

এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। অক্ষত অবস্থায় ‘জিম্মি’ নারীকে উদ্ধার করা হয়। যদিও খায়েরের সঙ্গে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি পুলিশ।

ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার গ্রাহাম অ্যাস্টন বলেন, নিহত ব্যক্তি ভবনের কর্মচারী। ‘ভুল সময়ে ভুল জায়গায়’ তিনি উপস্থিত ছিলেন।  

ঘটনাটি পূর্ব পরিকল্পিত কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেন অ্যাস্টন।
   
পুলিশের গুলিতে নিহত খায়ের ২০০৯ সালে সিডনিতে সেনাবাহিনী ব্যারাকে হামলার চক্রান্তের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।