ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডন ব্রিজের তৃতীয় হামলাকারীর পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ৬, ২০১৭
লন্ডন ব্রিজের তৃতীয় হামলাকারীর পরিচয় প্রকাশ লন্ডন ব্রিজে হামলার স্থল

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে তৃতীয় হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ইউসুফ জাগবা নামে ওই হামলাকারী ইতালীয় বংশোদ্ভূত মরোক্কোর নাগরিক।

ইতালিয়ান মিডিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে- হামলাকারী জাগবা লন্ডনের একটি রেস্টুরেন্টে সম্প্রতি কাজ নেন।  

তুরস্কগামী ফ্লাইট ধরে সিরিয়া প্রবেশের সময় ২০১৬ সালে জাগবাকে থামানো হয়েছিলো।

১৯৯৫ সালের জানুয়ারিতে সে জন্মগ্রহণ করে।

এর আগে তিন হামলাকারীর মধ্যে দু’জনের ছবিসহ পরিচয় প্রকাশ করে স্থানীয় পুলিশ। তাদের একজনের নাম খুররম বাট (২৭), অপরজনের নাম রচিদ রেদোয়ানে (৩০)।

খুররম বাটকে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বলে জানিয়েছে তার প্রতিবেশী ও পুলিশ। তাকে প্রাথমিকভাবে ‘আবজ’ ছদ্মনামে শনাক্ত করা হয়। আর রচিদ নিজেকে কখনো মরোক্কান আবার কখনো লিবিয়ান বলে পরিচয় দিতেন।

গত শনিবার (০৩ জুন) রাতে লন্ডন ব্রিজ ও পার্শ্ববর্তী বোরো মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে ৭ জন নিহত ও কমপক্ষে ৪৮ জন আহত হন। এ সময় পুলিশের গুলিতে খুররম, রচিদ ও ইউসুফ নামে তিন হামলাকারী নিহত হয়।

লন্ডন ব্রিজের ২ হামলাকারীর পরিচয় প্রকাশ

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।