বুধবার (১৪ জুন) স্থানীয় সময় ভোর ৭টা ২৯ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৯ মিনিটে) দেশটির তাজুমুলকো শহরের ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মেক্সিকো সীমান্তে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১১ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এ খবর দিয়েছে। তবে ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতার খবর জানানো হয়নি।
ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতেরও খবর দেয়নি গুয়াতেমালা বা মেক্সিকান কোনো সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১৪, ২০১৭/আপডেট ১৪০৭ ঘণ্টা
এইচএ/