শুক্রবার (১৬ জুন) বিকেলে পূর্ব জেরুসালেমের দামেস্ক ফটকে ওই নারী পুলিশকে ছুরিকাঘাত করে তিন ব্যক্তি। ইসরায়েলি পুলিশের দাবি, সেই তিনজন ফিলিস্তিনি সংগঠন হামাসের সদস্য।
কিন্তু শনিবার (১৭ জুন) আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই হামলাটি তাদের যোদ্ধারাই চালিয়েছে। আইএস তাদের বিবৃতিতে জানায়, ইহুদিদের সমাগমস্থল দেখেই হামলা চালিয়েছে যোদ্ধারা। আর এটিই শেষ হামলা নয় জেরুসালেমে।
ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, রমজানের রাতে হাজারো মুসল্লি পবিত্র আল-আকসা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় হামলাটি চালায় দুর্বৃত্তরা। এ বিষয়ে হামাসও বলেছে, তাদের লোকেরাই ইসরায়েলি বাহিনীকে শায়েস্তা করতে হামলাটি চালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
জিওয়াই/এইচএ/