ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হিমালয়ে বন্যায় ২৩ সেনা নিহত: ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
হিমালয়ে বন্যায় ২৩ সেনা নিহত: ভারতীয় সেনাবাহিনী

শ্রীনগর: ভারতের উত্তরের পাহাড়ি এলাকায় সংঘটিত আকস্মিক এক বন্যায় ২৩ জন সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী শুক্রবার একথা জানায়।

খবর এএফপি’র।

ভারতের সেনা মুখপাত্র বিপ্লব নাথ বলেন, “তিনজন জেসিওসহ (জুনিয়র কমিশনড অফিসার) আমাদের সেনাবহিনী ২৩ জন সদস্য হারিয়েছে। ”

একইসঙ্গে পাকিস্তানের সীমান্তের কাছের এলাকা কাশ্মীরের লাডখার সেনা চৌকিতে আঘাত হানা আকস্মিক এ বন্যায় আরও ১২ জন সেনা এখনও নিখোঁজ বলেও জানান তিনি।

উদ্ধারকর্মীরা তাদের খোঁজার চেষ্টা করছেন বলেও জানা যায়।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ অঞ্চল লাডখায় দু’সপ্তাহ আগে এ প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় মোট ২শ’ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়। এদের মধ্যে ৪শ’ জন এখনও নিখোঁজ।

এদিকে নিহত ২শ’ ৫ জনের মধ্যে ৬ জন পর্যটক ও ২৩ জন সেনা সদস্য আছেন।

ভয়াবহ এ বন্যায় হাইওয়েসহ বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় জনগণ ও অনেক পর্যটক দল এতে আটকে পড়েন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।