ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
আইএসের স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া নৌযান থেকে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র

সিরিয়ায় পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়ার নৌবাহিনী। 

ভূমধ্যসাগরে অবস্থানরত রুশ নৌবাহিনীর একটি যুদ্ধযান থেকে শুক্রবার (২৩ জুন) এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম রিয়া নভোস্তি এ খবর জানিয়েছে।

রিয়া নভোস্তি জান‍ায়, রুশ ওই নৌযান থেকে পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের আইএসের স্থাপনায় হামলা চালানো হয়। এতে সেখানকার কমান্ড পয়েন্ট এবং ওই স্থাপনায় রাখা অস্ত্র-গোলাবারুদ ধ্বংস হয়ে যায়।

তবে এতে কী পরিমাণ হতাহত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।