তাই বুধবার (২৮ জুন) এক বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের শাস্তি বাস্তবায়ন করতে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও গোয়েন্দা প্রধানকে হস্তান্তরের দাবি জানিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাই ও গোয়েন্দা প্রধান লী বায়োং হো এর মৃত্যুদণ্ড কার্যকর করবে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া অভিযোগ করছে, ২০১৫ সালের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতৃত্বকে সরিয়ে দিতে পার্ক দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগকে হত্যার পরিকল্পনার নির্দেশ দেন। দুর্নীতির দায়ে ডিসেম্বর মাসেই পার্কের অভিশংসন হওয়ায় তা আর বাস্তবায়িত হয়নি।
আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পার্ক ও লীকে হস্তান্তরের জন্য দক্ষিণ কোরিয়াকে দাবি জানিয়েছে উত্তর কোরিয়া। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগও এনেছে দেশটি।
তবে এ অভিযোগ নাকোচ করে দিয়ে দক্ষিণ কোরিয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, অভিযোগগুলো অসত্য।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
জিওয়াই/জিপি