ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৮, আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
চীনে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৮, আহত ৩৫ চীনে গ্যাস লাইন বিস্ফোরণ- সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশে প্রাকৃতিক গ্যাস লাইন বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩৫ জন।

রোববার (০২ জুলাই) স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর ভয়াবহতা থেকে রক্ষা পেতে স্থানীয় লোকজনকে এলাকা ছেড়ে পালাতে হয়।

বিস্ফোরণের পর আগুন নির্বাপণে ৫৩ জন ফায়ারকর্মী কাজ করেন। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ভয়ে আশপাশের লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। কালো ধোঁয়া উঁচু ভবন ছাড়িয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।