বুধবার (৫ জুলাই) দুবাইভিত্তিক এয়ারলাইন্সটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সিদ্ধান্তটি ‘অবিলম্বে কার্যকর’ হবে।
ল্যাপটপে বোমা লুকিয়ে হামলার আশঙ্কায় গত মার্চে যুক্তরাষ্ট্র রুটের ফ্লাইটগুলোতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের ১২ শহরে এমিরেটসের পরিচালিত ফ্লাইটগুলোর যাত্রীরা ল্যাপটপ বহন করতে পারছিলেন না। এ কারণে অনেক ব্যবসায়ীই এমিরেটস ফ্লাইট এড়িয়ে যাচ্ছিলেন, ফলে ব্যবসায় ক্ষতির মুখে পড়েছিল এমিরেটস।
এমিরেটসের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র রুটের ফ্লাইটগুলোতে ল্যাপটপ বহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে এমিরেটসের কর্মকর্তারা ওয়াশিংটনের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তাদের নির্দেশিত নিরাপত্তার শর্তগুলো পূরণের পর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এইচএ/