মেলানিয়ার আটকে পড়ার এ খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র স্টিপানি গ্রিশাম। শুক্রবার (৭ জুলাই) সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিক্ষোভে শুধু মেলানিয়া-ই নন, আটকা পড়েছেন অন্যান্য বিশ্ব নেতাদেরও ফার্স্ট লেডিরাও।
উত্তর জার্মান শহরে মেলানিয়াসহ অন্যান্য ফার্স্ট লেডিদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু বাঁধ সেধেছে বিক্ষোভ! তাই বাধ্য হয়েই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে আয়োজকদের।
মেলানিয়ার মুখপাত্র বলেন, ‘বাসা থেকে বের হওয়ার জন্য হামবুর্গ পুলিশ আমাদের কোনো ক্লিয়ারেন্স দেয়নি। ’
জলবায়ু কেন্দ্রের অনুষ্ঠানে না যেতে পারায় ফার্স্ট লেডিরা এখন হামবুর্গের হোটেলে বসে জলবায়ু বিজ্ঞানীদের প্রদর্শনীতে মন দিতে হবে বলে খবরে জানাচ্ছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
জিওয়াই/এমএ