ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জি-২০ বিক্ষোভে আটকা ফার্স্ট লেডি মেলানিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
জি-২০ বিক্ষোভে আটকা ফার্স্ট লেডি মেলানিয়া! ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মানির জি-২০ সম্মেলন বিরোধীদের বিক্ষোভের কারণে হামবুর্গের অতিথি ভবনে এক রকম আটকা পড়েছেন যুক্তরাষ্ট্রের সফররত ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 

মেলানিয়ার আটকে পড়ার এ খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র স্টিপানি গ্রিশাম। শুক্রবার (৭ জুলাই) সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিক্ষোভে শুধু মেলানিয়া-ই নন, আটকা পড়েছেন অন্যান্য বিশ্ব নেতাদেরও ফার্স্ট লেডিরাও।

 

উত্তর জার্মান শহরে মেলানিয়াসহ অন্যান্য ফার্স্ট লেডিদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু বাঁধ সেধেছে বিক্ষোভ! তাই বাধ্য হয়েই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে আয়োজকদের।

মেলানিয়ার মুখপাত্র বলেন, ‘বাসা থেকে বের হওয়ার জন্য হামবুর্গ পুলিশ আমাদের কোনো ক্লিয়ারেন্স দেয়নি। ’ 

জলবায়ু কেন্দ্রের অনুষ্ঠানে না যেতে পারায় ফার্স্ট লেডিরা এখন হামবুর্গের হোটেলে বসে জলবায়ু বিজ্ঞানীদের প্রদর্শনীতে মন দিতে হবে বলে খবরে জানাচ্ছে সংবাদমাধ্যম।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
জিওয়াই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।