উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাইদুগুরিতে বেসামরিক আত্মরক্ষা ফোর্স সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
বর্নো প্রদেশের পুলিশ কমিশনার দামিয়ান চুকু বলেন, এ ঘটনায় আহত হয়ে আরও অন্তত ২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি।
আট বছর আগে মাইদুগুরি শহরেই বোকো হারামের জন্ম। মার্কিন সেনাবাহিনী এ জঙ্গিদের বিশ্বের সবচেয়ে সহিংস সশস্ত্র গ্রুপ বলে অভিহিত করেছে। ২০০৯ সালে বোকো হারামের তৎপরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত ২৩ লাখ মানুষ।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
আইএ