ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৯

নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারামের আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। চার আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালায় বলে দেশটির পুলিশ বিভাগ নিশ্চিত করেছে।

উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাইদুগুরিতে বেসামরিক আত্মরক্ষা ফোর্স সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

বর্নো প্রদেশের পুলিশ কমিশনার দামিয়ান চুকু বলেন, এ ঘটনায় আহত হয়ে আরও অন্তত ২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে বেসামরিক আত্মরক্ষা ফোর্সের রয়েছেন ১২ জন, বাকি সাতজন সাধারণ মানুষ। হামলাকারী চারজনের মধ্যে একজন নারী।

আট বছর আগে মাইদুগুরি শহরেই বোকো হারামের জন্ম। মার্কিন সেনাবাহিনী এ জঙ্গিদের বিশ্বের সবচেয়ে সহিংস সশস্ত্র গ্রুপ বলে অভিহিত করেছে। ২০০৯ সালে বোকো হারামের তৎপরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত ২৩ লাখ মানুষ।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।