ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নোবেল জয়ী ঝিয়াওবোর মৃত্যুতে সমালোচনার মুখে চীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৬, জুলাই ১৪, ২০১৭
নোবেল জয়ী ঝিয়াওবোর মৃত্যুতে সমালোচনার মুখে চীন

সদ্য প্রয়াত নোবেল পুরস্কার বিজয়ী চীনের প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গণতন্ত্রকামী আইনজীবী লিও ঝিয়াওবোকে অন্য দেশে লিভার ক্যান্সারের চিকিৎসার অনুমতি না দিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে চীন। তবে চীন এ সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে।  

তারা বলছে, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে অন্য দেশের মন্তব্য করার কোনো জায়গা নেই।

শান্তিতে নোবেল বিজয়ী ঝিয়াওবোর মৃত্যুর পর তার স্ত্রীকে এখন গৃহবন্দী থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো।

৬১ বছর বয়সী এই মানবাধিকার কর্মী বৃহস্পতিবার (১৩ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

ঝিয়াওবো ‘বাকস্বাধীনতার অপব্যবহারের’ দায়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।
 
পশ্চিমাদের তুমুল সমালোচনার মুখে কারাগার থেকেই গতমাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরের কোনো দেশে পাঠানোর দাবি জানিয়েছিল পশ্চিম‍া বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনগুলো।

দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টি শাসিত চীনে গণতন্ত্র ও অধিকারের পক্ষে কাজ করার কারণে ২০১০ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।