তারা বলছে, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে অন্য দেশের মন্তব্য করার কোনো জায়গা নেই।
শান্তিতে নোবেল বিজয়ী ঝিয়াওবোর মৃত্যুর পর তার স্ত্রীকে এখন গৃহবন্দী থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো।
৬১ বছর বয়সী এই মানবাধিকার কর্মী বৃহস্পতিবার (১৩ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঝিয়াওবো ‘বাকস্বাধীনতার অপব্যবহারের’ দায়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।
পশ্চিমাদের তুমুল সমালোচনার মুখে কারাগার থেকেই গতমাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরের কোনো দেশে পাঠানোর দাবি জানিয়েছিল পশ্চিমা বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনগুলো।
দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টি শাসিত চীনে গণতন্ত্র ও অধিকারের পক্ষে কাজ করার কারণে ২০১০ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
আরআর