ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয়রা এতো অলস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
ভারতীয়রা এতো অলস! বিশ্রাম নিচ্ছেন এক ভারতীয়- সংগৃহীত

হাঁটবেন না গাড়িতে চড়বেন? দূরত্ব যাই হোক, ভারতীয়দের যদি এমন পছন্দ দেওয়া হয় তবে অধিকাংশই না হাঁটার পক্ষে! 

৪৬টি দেশের ৭০ হাজার নাগরিকের উপর পরিচালিত এক জরিপে নিচের দিকে শীর্ষ আটে রয়েছেন ভারতীয়রা, যা অলসদের বোঝায়। এ তালিকায় শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ানরা।

আর সবচেয়ে কর্মঠের তালিকায় চীনারা।

কদম গণনার (ফুটস্টেপ) উপর ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পরিচালিত ওই জরিপে দেখা যায়, গড়ে একজন ভারতীয় দিনে চার হাজার ২৯৭ কদম হাঁটেন। যেখানে চীনাদের কদমের সংখ্যা ‍ছয় হাজার ৮৮০।  

আর অলসের তালিকায় শীর্ষে থাকা ইন্দোনেশিয়ানদের দৈনিক গড় কদমের সংখ্যা চীনাদের অর্ধেকের কাছাকাছি, তিন হাজার ৫১৩টি।  

বিশ্বব্যাপী দৈনিক একজন মানুষের গড় কদমের হার চার হাজার ৯৬১, যেখানে আমেরিকানদের কদমের সংখ্যা চার হাজার ৭৭৪।  

অন্যদিকে শীর্ষ চার কর্মঠ দেশ হংকং, চীন, ইউক্রেন ও জাপানের নাগরিকদের দৈনিক এ সংখ্যা ছয় হাজারের বেশি। তালিকায় নিচের দিকে থাকা মালয়েশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়ার নাগরিকদের এ সংখ্যা তিন হাজার ৯শ’র কম।

এক তথ্যে জানা যায়, ভারতীয় নারীরা পুরুষদের চেয়েও দৈনিক কম হাঁটেন। দেশটির নারীদের দৈনিক গড় কদম তিন হাজার ৬৮৪, আর পুরুষদের চার হাজার ৬০৬।

রিতিকা সামাদ্দার নামে দিল্লির এক পুষ্টি বিষয়ক পরামর্শক বলেন, সুস্থ ও সবল থাকার জন্য একজন মানুষের দৈনিক দশ হাজার কদম হাঁটা প্রয়োজন।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করেন, সঠিক পরিমাণ না হাঁটার কারণেই ভারতীয়রা চীনাদের তুলনায় স্থুলকায়। যে কারণে দুই দেশের নাগরিকদের আয়ুষ্কালে বড় পার্থক্য তৈরি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।