সংগৃহীত ছবি
ঢাকা: দিন যতো বাড়ছে, মানুষ ততো বেশি ফেসবুকে ঝুঁকছে। জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি এখন শুধু যোগাযোগ আর ভাব প্রকাশের জায়গায় বসে নেই। অনেক তথ্য আর সংবাদ অনায়াসেই এর মারফতে জানা যাচ্ছে। এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছেন, দিন যতো যাচ্ছে স্ত্রীদের সঙ্গে স্বামীদের প্রতারণার বিষয়টি কঠিন করে দিচ্ছে ফেসবুক।
তিনি বলেন, নিজেদের সঙ্গীর ব্যাপারে বেশি করে জানতে, কোন কিছু গোপন করে রাখলে তার অনুসন্ধানে ফেসবুক এর সাহায্য নিচ্ছেন এর ব্যবহারকারীরা।
‘ইয়ার অব ট্রাভেল’ স্লোগানে বর্তমানে পুরো যুক্তরাষ্ট্র চষে বেড়াচ্ছেন জুকারবার্গ।
আর তার এ সফর নিয়ে কানাঘোষা উঠেছে যে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন ফেসবুক প্রতিষ্ঠাতা।
ফেসবুক নিয়ে নারীদের প্রতিক্রিয়ার কথা তুলে ধরে জুকারবার্গ বলেন, যত জন নারীর সঙ্গে আমার দেখা হয়েছে তারা জানিয়েছেন, ফেসবুক ব্যবহার করে তারা নিরাপদ অনুভব করছেন।
তিনি বলেন, কেউ কেউ জানিয়েছেন, তারা যখন ফেসবুকে ছেলে বন্ধুদের বিবাহিত জীবনের কথা জানতে পেরেছেন, তখন আর সম্পর্ক আগে বাড়াননি।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
জিওয়াই/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।