ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে পাতাল রেলে হামলাকারী নিহত, আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
ইরানে পাতাল রেলে হামলাকারী নিহত, আহত ৪ ইরানে পাতাল রেলে হামলা (সংগৃহীত ছবি)

ঢাকা: ইরানের রাজধানী তেহরানের শাহর-ই রে পাতাল রেলে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

শনিবার (১৫ জুলাই) হামলাকারীর ছুরিকাঘাতে চার পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।  

ইরানের পুলিশ জানিয়েছে, পাতাল রেলে ছুরি দিয়ে হামলা চালানোর সময় হামলাকারীকে অস্ত্র সমর্পণ জন্য বলে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

কিন্তু হামলাকারী ছুরি না ফেললে তার পা বরাবর গুলি চালানো হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  

পুলিশের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, এটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো সন্ত্রাসী হামলা নয়।

পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ওই স্টেশন থেকে সময়মতো পাতাল রেল ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হাদি তামিদি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
জিওয়াই/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।