রাজধানী ডাকারের দেম্বা দিয়প স্টেডিয়ামে শনিবার (১৫ জুলাই) ফুটবল লিগের ফাইনাল খেলা শেষে এ দুর্ঘটনা ঘটে।
স্তাদে দা এমবউর ও ইউনিয়ন স্পোর্টিভ ওউয়াকাম ক্লাবের মধ্যে খেলা চলছিল।
খেলার ৯০ মিনিটে স্কোর ছিল ১-১। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে এমবউর আরেক গোলে এগিয়ে গেলে শেষ পর্যন্ত স্কোর হয় ২-১। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মারামারি লেগে যায়।
চিয়েখ মাবা দিয়প নামে এক দর্শকের বন্ধু ঘটনাস্থলে নিহত হন। চিয়েখ অনেককে স্টেডিয়াম থেকে বেরোতে সাহায্য করেছেন। তিনি এএফপিকে বলেন, হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। দেয়ালটি সরাসরি লোকজনের ওপর এসে পড়ে। তখনই বুঝতে পেরেছিলাম অনেকেই ঘটনাস্থলেই মারা গেছেন।
দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সালের এক মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার (১৬ জুলাই) নির্বাচনী প্রচারণা বন্ধ রাখা হবে।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
আরআর