রোববার (১৬ জুলাই) জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের রামবান এলাকায় বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে অমরনাথ যাত্রা কমিটির কয়েকজন কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।
আগামী ৭ আগস্ট পূণ্যার্থীদের এ বছরের যাত্রার জন্য শেষ দিন নির্ধারিত। প্রতিদিন গড়ে সাড়ে ৭ হাজার পূণ্যার্থী অমরনাথ যাত্রায় অংশ নিতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের আনানতাগে অমরনাথ পূণ্যার্থীদের উপর সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এরপর পূণ্যার্থীদের যাত্রা নিরাপদ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
জেডএস