ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেশাওয়ারে বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর দুইজন নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
পেশাওয়ারে বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর দুইজন নিহত পেশাওয়ারে বিস্ফোরণ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ারের রাজধানী পেশাওয়ারে আত্মঘাতী বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকালে পেশাওয়ারের হায়াতাবাদ বাঘ-ই-নারান চৌক সড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় এসপি সেনানিবাসের কর্মকর্তা ইমরান মালিক বলেন, গাড়ি বিস্ফোরণে প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ধরে যায় আগুন।  

নিরাপত্তা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে মূল হামলা চালানোর উদ্দেশ্য ছিল বলেও সংবাদমাধ্যমে জানান তিনি। বিস্ফোরণে আশেপাশে থাকা আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনার দায় কেউ এখনও স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।