ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল ভবন ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
মুম্বাইয়ে বহুতল ভবন ধসে নিহত ৪ ধসে পড়া ভবনের উদ্ধার কার চলছে- সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের দামোদার পার্ক এলাকার ঘাটকুপারে বহুতল ভবন ধসের ঘটনায় চারজন নিহত হয়েছেন। ভবনটির ধ্বংসাবশেষ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে ও অন্তত ৩০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ভবন ধসের এ ঘটনা ঘটে।  

গৃহায়ন মন্ত্রী প্রকাশ মেহতা বার্তাসংস্থা এনআইকে জানিয়েছেন, চার ব্যক্তি নিহতের খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

অগ্নিনির্বাপক প্রধান প্রভাত রাহাংঢালে বলেন, চারতলা ভবনের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ধসেছে। ধারণা করা হচ্ছে ভবনটিতে ৩০ থেকে ৪০ জন লোক আটকা পড়েছেন। আমরা এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।  

পৌরসভার আরেক কর্মকর্তা বলেছেন, ভবনটিতে একটি নার্সিং হোম ছিল। তবে নার্সিং হোমে সংস্কার কাজ চলায় রোগীর সংখ্যা খুব বেশি ছিলো না।

ভবনধস এলাকায় ফায়ার সার্ভিসকর্মী ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন।  

২০১৫ সালের আগস্টে মুম্বাইয়ে এক ভবন ধসের ঘটনায় ১২ জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
জিওয়াই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।